বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কক্সবাজারে কর্ডএইড'র লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৩ PM
আন্তর্জাতিক এনজিও সংস্থা কর্ডএইড জিআইজেডের লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) তারকা মানের হোটেল কলাতলী বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ এর কনফারেন্স হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ওবায়দুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব আবু ইউসুপ মোহাম্মদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ, কক্সবাজারের জিআইজেডের হেড অব প্রোগ্রাম মিস্টার আলেকজান্ডার বেটজ, কর্ডএইড এশিয়া ক্লাস্টারের পরিচালক লেনেকে ব্রাম।

সভায় প্রধান অতিথি বলেন, উন্নয়নের দরজা আরো সমৃদ্ধ করার জন্য প্রশিক্ষণ ও শিক্ষন খুবই প্রয়োজন। জ্ঞান ও দক্ষতা বিনিময় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি উত্তম উদাহরণ। বিভিন্ন কার্যক্রমগুলো একে অন্যের সাথে বিনিময় করার জন্য পরামর্শও প্রদান করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে এডিসি নাসিম আহমেদ বলেন, প্রকল্পের সুবিধাভোগীদের আলোচনার মাধ্যমে যে সফলতার গল্প আমি শুনেছি, তা সত্যি খুবই ভাল লাগার মত। জিআইজেড-এর সিনিয়র উপদেষ্টা স্বপন কুমার সূত্রধর বলেন, এই প্রকল্পের টার্গেট হচ্ছে সুবিধাভোগীদের সক্ষমতা এবং জীবন মান উন্নয়নের মাধ্যমে মানুষ যেন চলতে পারে।

জানাগেছে, স্টিচিং কর্ডএইড ২০২০ সাল থেকে জার্মান কোঅপারেশন (GIZ) দ্বারা সমর্থিত কক্সবাজারের টেকনাফে একটি জীবিকা হস্তক্ষেপ প্রকল্প বাস্তবায়ন করছে। এ উপলক্ষে প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকার প্রতিনিধি, কিছু উদ্যোক্তা এবং সুবিধাভোগীরা এই প্রকল্পে অংশ গ্রহন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সুবিধাভোগীরা কর্মশালায় বলেন, তারা এই প্রকল্পের সাথে জড়িত হয়ে তাদের জীবন-যাত্রার উন্নতিসহ অনেক পরিবর্তন তাদের জীবনে ফিরে আসার কথা বলেন। প্রকল্পের অংশগ্রহণকারীরা কর্মশালার স্থানে তাদের কৃষি পণ্য প্রদর্শন করেন। সভায় জাতিসংঘের বিভিন্ন এনজিও সংস্থা থেকে প্রায় ৬৫ প্রতিনিধি অংশগ্রহণ করেন। যার মধ্যে রয়েছে WFP, IOM। ইউএনএইচসিআর কর্মশালায় আইএনজিও এবং জাতীয় এনজিও।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, উপজেলা সমবায় কর্মকর্তা, টেকনাফ ঢাকা ব্যাংকের ম্যানেজারসহ এনজিও কর্মকর্তা, প্রকল্পের সুবিধাভোগী এবং কর্ডেইড জিআইজেডের কর্মকর্তাগণসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভায় প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত বিষয়ে উপস্থাপন করেন ইমরান আহমেদ।

কর্ডএইড জিআইজেডের কর্মকর্তা আবুল কালাম আজাদ অংশ্রগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। কর্মশালার মাঝে উম্মুক্ত আলোচনায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মকর্তা এবং সুবিধাভোগী নারী পুরুষরা অংশগ্রহনণকরে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত