শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
নড়াইলে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৫ PM
নড়াইলের কালিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সোহেল চৌধুরী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নড়াগাতি থানা পুলিশের একটি টিম র‌্যাব-৩ টিকাটুলি ঢাকা এর অভিযানিক টিমের সহায়তায় কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে। সে নড়াগাতি থানার চর সিংগাতি গ্রামের মৃত সোনা মিয়া চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের জুলাই মাসের ১ তারিখে দুপুরে নড়াগাতি থানার চর সিংগাতী গ্রামে রাস্তার উপর গোপালগঞ্জ জেলার পাচুড়িয়া গ্রামের টিটো শরীফকে সোহেল চৌধুরীসহ অন্যান্য আসামিরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরেদিন নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। 

এই মামলায় ২০২১ সালের ৩১ জানুয়ারি সোহেল চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়িয়েছেন। ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নি:) মাধব মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ র‌্যাব-৩ টিকাটুলি ঢাকা এর অভিযানিক টিমের সহায়তায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সোনাকান্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল চৌধুরীকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে নড়াইলে নিয়ে আসা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাজাপ্রাপ্ত   আসামি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত