যুক্তরাষ্ট্রের মিশিগানে মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্রে জমকালো আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ারেশ শহরের সাংস্কৃতিক কেন্দ্রটিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক শিশু-কিশোরসহ নানা বয়সী প্রবাসীরা যোগ দেন।
মিশিগানে বাংলাদেশি প্রবাসী নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস-ঐতিহ্য ছড়িয়ে দিতে জমজমাটভাবে একুশের অনুষ্ঠান হয়। আলোচনা সভা, নাচ, গান ও আবৃতির মাধ্যমে ফুটিয়ে তুলা হয় ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য।
বিকেল ৪টায় বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাংস্কৃতিক কেন্দ্রের চিফ কো-অর্নেটর মৃদুল কান্তির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট চিকিৎসক (অব.) সৈয়দ শওকুত হোসেন।
প্রধান আলোচক ছিলেন সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা দার্নিক ড. দেবাশীষ মৃধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিউজ পোর্টাল প্রভাত মিশিগান সম্পাদক মণ্ডলীর সভাপতি চিনু মৃধা। স্বাগত বক্তব্য রাখেন একুশে উদযাপন কমিটির কো-অর্ডিনেটর জাহেদ উদ্দিন জিয়া।
এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হক, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় ও সাংবাদিক ইকবাল ফেরদৌস।
বাবু/এসআর