কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল কেন্দুয়া উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করার সাথে সাথেই উপস্থিত সকলেই কড়তালির মাধ্যমে এই প্রস্তাবকে স্বাগত জানান।
এসময় তিনি জানান, আপনাদের সিদ্ধান্ত আমি অফিসিয়ালি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউএনও কাবেরী জালাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সাথে নিয়েই আমরা কেন্দুয়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন বলে ঘোষণা করব।
নেত্রকোনার কেন্দুয়ায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সাথে যৌথ সভার সভাপতি ইউএনও কাবেরী জালাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, স্থানীয় ইউপি চেয়ারম্যান, কামরুজ্জামান খান সোহাগ, মো. আজিজুল ইসলাম, মো. এনামুল কবীর খান, মো. সারোয়ার জাহান কাওসার, মো. মাহাবুব আলম বাবুল, মো. শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, মো. শাহিন মিয়া, মো. মন্জুর আলী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
বাবু/জেএম