সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না তামিম ইকবাল। মূলত ইনজুরির কারণে এই ওয়ানডে অধিনায়ককে দেখা যায়নি লাল সবুজের জার্সিতে। তবে ইনজুরি কাটিয়ে আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারো দলে যোগ দিয়েছেন টাইগারদের তারকা এই ওপেনার। আর ওয়ানডে সিরিজ শুরুর আগে অবশ্য রোববার তামিম এসেছিলেন সংবাদ সম্মেলনে।
এদিন মিরপুর শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স কক্ষে কথা বলেন তামিম। সেখানে টাইগার এই অধিনায়ককে প্রশ্ন করা হয় বড় সিরিজ আসলেই তার আগে ইচ্ছাকৃতভাবে ইনজুরিতে পড়েন তামিম, এমন একটা গুঞ্জনের কথা শোনা যায়। প্রশ্ন শুনে বেশ খানিকটা আক্ষেপের হাসিতে দিলেন সে উত্তরও।
তামিম বলছিলেন, ‘আমি ১৫ হাজার রান করার পরও যদি এই কথা শুনতে হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। খুবই দুর্ভাগ্যজনক। ১৭ বছর ধরে খেলছি। আমার ধারণা, (দলের) ৯০ শতাংশ ম্যাচ খেলেছি। হয়তো ১০ শতাংশ ম্যাচ হয়তো খেলতে পারিনি চোটের কারণে। আমার গড় যদি ৯০ শতাংশ হয়, তাহলে এটা আমার মনে হয় এটা দারুণ। যেহেতু ১৭ বছর ধরে খেলছি।’
তামিম যোগ করেন, ‘সব ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের কাছাকাছি রান করার পর যদি এটা শুনতে হয়, বা যে কেউ এটা বলছে বা লিখছে, খুবই দুর্ভাগ্যজনক। এটাই বলতে পারি। কোনো ক্রিকেটারই কোনো ম্যাচ মিস করতে চায় না। আপনি যেটা বললেন, তা খুবই দুর্ভাগ্যজনক। এর চেয়ে বেশি আমার আসলে কিছু বলার নেই।’
বাবু/এসআর