বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার উজানিসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মো. ফিরোজ মিয়া (৩৪) ও একই গ্রামের কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মরাপুকুরপাড় এলাকার মৃত আবু জাহেরের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০)।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, নোয়াখালী থেকে মোহন ও ফিরোজ অস্ত্র কেনার জন্য কসবায় সাজ্জাদের কাছে আসে। পরে সাজ্জাদ সদর উপজেলার সুলতানপুর এলাকার অবুঝ নামে আরেক যুবকের কাছ থেকে আমেরিকান একটি পিস্তল কিনে দেয়। এরপর গতকাল মধ্যরাতে তারা তিনজন পিস্তল নিয়ে মোটরসাইকেলে করে ফিরে যাওয়ার সময় উজানিসার এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলটিতে গুলি ছিল না।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেএম