শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
হাজীগঞ্জে ২ ছিনতাকাইরী আটক
মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৫ PM
চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের পোষাক পড়ে এজেন্ট ব্যাংকের সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ২ ছিনতাকাইরীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ থানার সাউথ ফিলিং স্টেশনের সামনে থেকে হাজীগঞ্জ থানার এসইআই মিসবাহ ও এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো, চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মিনাগাজীর ছেলে মিন্টু গাজী ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রামের মৃত আ. রউফের ছেলে রানা সিকদার প্রকাশ কেরামত আলী। আটককৃতরা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। এরা কখনো ডিবি ও কখনো পুলিশের পোষাক পড়ে সড়ক মহাসড়কে ছিনতাই করে।

গত বুধবার দুপরে ইসলামী ব্যাংক ফরিদগঞ্জের শোল্লা বাজারের এজেন্ট শাখার পরিচালক নাজবুল হায়দার চৌধুরী ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলণ করে ফরিদগঞ্জে যাওয়ার সময় উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের রনি ব্রিক ফিল্ডের সামনে থেকে পুলিশ পরিচয়ে নাজবুলকে আটক করে গাড়ীতে তুলে চোখ বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করে আটক করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃতরা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এদের সাথে আরো ৪ জন আছে বলে তারা স্বীকার করেছে। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হাজীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হাজীগঞ্জ   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত