বিএনপি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মধ্যে গোলমাল পাকিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আপনারাই (বিএনপি) তো খালেদা জিয়াকে রাজনীতিতে নিষিদ্ধ করেছেন, রাজনীতি থেকে বিতাড়িত করেছেন। তাকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন কেন? মা বেটার মধ্যে গোলমাল পাকানোর জন্য? মতলব পরিষ্কার। মা বেটার মধ্যে সমস্যা সৃষ্টি করেছেন আপনারা। আমরা করিনি।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়।
‘খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের কেন এত মাথাব্যথা?’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব, তাহলে খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন করলেন? মা-বেটার মধ্যে সমস্যা তো আপনারাই তৈরি করেছেন। চেয়ারম্যান কে ছিল? চেয়ারপারসন কে ছিল? তাকে বাদ দিয়েছে আওয়ামী লীগ? শেখ হাসিনা? কে বাদ দিয়েছে? বিএনপি।
মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্ব অনুষ্ঠানে আন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম। আলোচনা সভাটি পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা। এ সময় সর্বস্তরের নেতীকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবু/এসআর