রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালি
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৪ PM আপডেট: ২৭.০২.২০২৩ ৮:০৬ PM
‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক খালেদ রাশেদুল হাসান খান।

এসময় সেক্টর কমান্ডারদস ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, চেম্বারের সাবেক পরিচালক শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। তাই 'পরিসংখ্যান ব্যবস্থায় উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন' প্রতিপাদ্যের ভিত্তিতে দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব। তারা জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনা করে থাকেন, হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে বলে জানান।

এর আগে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত