বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
পল্লী গ্রামে খড়ের পালায় দুর্বৃত্তের আগুন
রেমিনা আকতার, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫২ PM
দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দানিহাড়ি ডাড়িয়াপাড়া পল্লী গ্রামে জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. আজিজার রহমানের দুটি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন। 

গত রোববার দিবাগত মধ্য রাত ১২টায় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দানিহাড়ি ডাড়িয়াপাড়া পল্লী গ্রামে জেলা কৃষক লীগের সভাপতি মো. আজিজার রহমানের আমন ধানের দুটি খড়ের পালায় দূর্বৃত্তরা আগুন দিয়েছে।

এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান আলম, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, জুলফিকার আলীসহ অনেকে জানান, মধ্য রাত ১২টার দিকে মানুষের চিৎকারে দেখতে পান কৃষক লীগের সভাপতি আজিজার রহমানের দুটি খড়ের পালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে পাশে সেচ পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে দুটি খড়ের পালার প্রায় ৮০ থেকে ৯০ ভাগ খড় পুড়ে যায়।

দিনাজপুর জেলা কৃষক লীগের সভাপতি মো. আজিজার রহমান জানায়, ২২ বিঘা জমির আমন ধান মাড়াই করে পাওয়া খড় বাড়ির খলিয়ানে পালা দিয়ে সংরক্ষণ করে রাখা হয়। রোববার রাত ১২টা সময় দূর্বৃত্তরা আমার ওই খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে আমার ২০ থেকে ২৫ কাউন খড় পুড়ে আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, পূর্ব কোন শত্রুতার জের ধরে এ আগুন লাগানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পল্লী   গ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত