মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রাজধানীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪০ PM
রাজধানীর রমনা এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ মো. আনিছ উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।

গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, রোববার (২৬ ফেব্রুয়ারি) কতিপয় মাদক কারবারি ট্রাকযোগে ইয়াবা নিয়ে মগবাজারের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে মগবাজার মোড়ে অবস্থান নেয় পুলিশ। রাত ১১ টায় ট্রাকটি ভর্তা ভাত রেস্তোরাঁর সামনে পৌঁছলে ট্রাকটি থামানো হয়। এ সময় ট্রাকের সিটে থাকা আনিছ নামে একজন ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। ট্রাক তল্লাশি করে উদ্ধার করা হয় ২৫ হাজার পিস ইয়াবা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস বলেন, গ্রেপ্তার আনিছ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

ডিএমপির রমনা মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আনিছকে আজ (সোমবার) দুপুরে আদালতে পাঠানো হয়।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজধানী   মাদক   কারবারি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত