বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ঘাটাইলে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৬ PM

টাঙ্গাইলের ঘাটাইলের আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই সাংবাদিকসহ আহত হয়েছেন ১০ জন।


আজ সোমবার বিকেলে ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল স্ট্যান্ডে এ সংঘর্ষ হয়। উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি ঘিরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

জানা যায়, গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওইদিন কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু কমিটি ঘোষণা করেন। স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ সমাবেশ করে। এর জেরে আজ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে সমাবেশ করতে চাইলে সেখানে এমপি গ্রুপও সমাবেশ করতে চায়। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়।


ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, আওয়ামী লীগের দুপক্ষ সংঘর্ষে জড়ানোর পর তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। 

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংঘর্ষ   আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত