টাঙ্গাইলের ঘাটাইলের আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই সাংবাদিকসহ আহত হয়েছেন ১০ জন।
জানা যায়, গত মাসের ২৮ তারিখে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওইদিন কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু কমিটি ঘোষণা করেন। স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান খানের অনুসারীরা কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ সমাবেশ করে। এর জেরে আজ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেবু ঘাটাইল বাসস্ট্যান্ডে সমাবেশ করতে চাইলে সেখানে এমপি গ্রুপও সমাবেশ করতে চায়। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |