বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
উইলিয়ামসনের সেঞ্চুরিতে টিকে রইলো কিউইরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১২ PM

নিউজিল্যান্ডকে ২৬৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। পরের টেস্টের গতিপথও একইদিকে মোড় নিচ্ছিল। জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া দেড়শ রানে ভর করে ৪৩৫ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সে রানের তাড়ায় কিউইরা প্রথম ইনিংসে মাত্র ২০৯ রানেই গুটিয়ে যায়।


এতে ফলো অনে পড়ে কেইন উইলিয়ামসনের দল। ফলে প্রথম টেস্টের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে বলে মনে হয়েছিল। সেই হারের শঙ্কা কিছুটা দূর হয়েছে উইলিয়ামসনের সেঞ্চুরিতে। আর তাতে ভর করেই ইংলিশদের ২৫৮ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।


এর আগে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলে ইংল্যান্ড। ব্যাটিং, বোলিং—সব দিক থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করছিল ইংলিশরা। তবে চতুর্থ দিনে এসে কিছুটা থেমে যায় ইংলিশদের দাপট। উইলিয়ামসন টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এর মাধ্যমে সাদা পোশাকে স্বদেশি রস টেইলরের সর্বোচ্চ রানের সংগ্রহও পেরিয়ে গেছেন সাবেক কিউই অধিনায়ক। 


রেকর্ড গড়া ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে তিনি দ্বিতীয় ইনিংসে দলকে এনে দিয়েছেন ভালো সংগ্রহ। ব্যাটিংয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন টম ব্লান্ডেলও। উইলিয়ামসনের ১৩২ আর ব্লান্ডেলের ৯০ রানের ইনিংস দুটিতে ভর করে কিউইদের মোটামুটি লড়াইয়ের পুঁজি এনে দেয়।


জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ইংলিশদের সংগ্রহ ৪৮ রান। দেখেশুনে খেলতে থাকা জ্যাক ক্রাউলিকে ব্যক্তিগত ২৪ রানে বোল্ড করেন কিউই অধিনায়ক টিম সাউদি। তখন ক্রিজে অপরাজিত থাকা বেন ডাকেটকে সঙ্গ দিতে নামেন ওলি রবিনসন। জিততে হলে পঞ্চম দিনে ৯ উইকেটে বেন স্টোকসের দলকে আরও ২১০ রান করতে হবে। 


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টিকে   রইলো   কিউইরা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত