এর আগে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে প্রথম তিন দিন বেশ দাপটের সঙ্গে খেলে ইংল্যান্ড। ব্যাটিং, বোলিং—সব দিক থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করছিল ইংলিশরা। তবে চতুর্থ দিনে এসে কিছুটা থেমে যায় ইংলিশদের দাপট। উইলিয়ামসন টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। এর মাধ্যমে সাদা পোশাকে স্বদেশি রস টেইলরের সর্বোচ্চ রানের সংগ্রহও পেরিয়ে গেছেন সাবেক কিউই অধিনায়ক।
রেকর্ড গড়া ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে তিনি দ্বিতীয় ইনিংসে দলকে এনে দিয়েছেন ভালো সংগ্রহ। ব্যাটিংয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন টম ব্লান্ডেলও। উইলিয়ামসনের ১৩২ আর ব্লান্ডেলের ৯০ রানের ইনিংস দুটিতে ভর করে কিউইদের মোটামুটি লড়াইয়ের পুঁজি এনে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ইংলিশদের সংগ্রহ ৪৮ রান। দেখেশুনে খেলতে থাকা জ্যাক ক্রাউলিকে ব্যক্তিগত ২৪ রানে বোল্ড করেন কিউই অধিনায়ক টিম সাউদি। তখন ক্রিজে অপরাজিত থাকা বেন ডাকেটকে সঙ্গ দিতে নামেন ওলি রবিনসন। জিততে হলে পঞ্চম দিনে ৯ উইকেটে বেন স্টোকসের দলকে আরও ২১০ রান করতে হবে।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |