জেলা প্রশাসন জানায়, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার সকালে অভিযানে নামে জেলা প্রশাসন। অভিযানে নদীর তীরবর্তী প্রায় ছয় একর সরকারি জমি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য শত কোটি টাকা।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমি যোগদানের পর থেকেই পাহাড়, নদীসহ সরকারি খাস জমি রক্ষায় উদ্যোগ গ্রহণ করি। এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |