মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। আর এই ম্যাচে হারলেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাবে তামিম ইকবালের দল। যে কারণে এটি বেশ গুরুত্বপূর্ণ ম্যাচই বলা যেতে পারে টাইগারদের জন্য। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজেই রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে ইংলিশরা। সে কারণে তাদের কাছেও ম্যাচটির বেশ গুরুত্ব রয়েছে।
আজ খেলা না থাকায় দুই দলের কেউই অনুশীলনে আসেননি। দু’দলই দিনটি হোটেলে বিশ্রামের মধ্য দিয়ে কাটিয়েছে। ব্যতিক্রম ছিলেন কেবল মুশফিকুর রহিম। তিনি ঘাম ঝরিয়েছেন মিরপুরের উইকেটে।
ধারণা করা হচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার একাদশে থাকছে না কোনো পরিবর্তন। প্রথম ম্যাচের একাদশ নিয়েই এদিন মাঠে নামবেন সাকিব আল হাসানরা। তবে নতুন করে দ্বিতীয় ওয়ানডের আগে ১৪ সদস্যের দলে ১৫তম সদস্য হিসেবে ডাক পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |