বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
আগামীকাল সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামছে টাইগাররা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৯:৩৯ PM

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত সেঞ্চুরিয়ান ডেভিড মালানের কাছে তাদের হার মানতে হয়েছে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। একইসঙ্গে শুক্রবারের ম্যাচ দিয়ে তারা সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে।


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। আর এই ম্যাচে হারলেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাবে তামিম ইকবালের দল। যে কারণে এটি বেশ গুরুত্বপূর্ণ ম্যাচই বলা যেতে পারে টাইগারদের জন্য। অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজেই রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে ইংলিশরা। সে কারণে তাদের কাছেও ম্যাচটির বেশ গুরুত্ব রয়েছে।


আজ খেলা না থাকায় দুই দলের কেউই অনুশীলনে আসেননি। দু’দলই দিনটি হোটেলে বিশ্রামের মধ্য দিয়ে কাটিয়েছে। ব্যতিক্রম ছিলেন কেবল মুশফিকুর রহিম। তিনি ঘাম ঝরিয়েছেন মিরপুরের উইকেটে।


ধারণা করা হচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে টাইগার একাদশে থাকছে না কোনো পরিবর্তন। প্রথম ম্যাচের একাদশ নিয়েই এদিন মাঠে নামবেন সাকিব আল হাসানরা। তবে নতুন করে দ্বিতীয় ওয়ানডের আগে ১৪ সদস্যের দলে ১৫তম সদস্য হিসেবে ডাক পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। 


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  লড়াই   টাইগাররা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত