পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে লালমনিরহাট থেকে ফেরার পথে কাউনিয়ার হারাগাছ সড়কের বানুপাড়া এলাকায় এতিমখানার সামনে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন জাহাঙ্গীর আলম। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
ওই রাতেই জাহাঙ্গীর আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। জাহাঙ্গীর আলম রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার এনায়েত উল্লাহ ছেলে। লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে সম্প্রতি তার লালমনিরহাট সদর থানায় পোস্টিং হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত বলেন, হারাগাছ-রংপুর সড়কে রাতে ড্রাম ট্রাক, ট্রাক্টরসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করে। বেপরোয়া গতিতে চলাচল করা অজ্ঞাত গাড়ির ধাক্কায় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আহত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির গাড়ি জাহাঙ্গীরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |