শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নাসিরনগরে ৬ বছরের শিশুকে হত্যা, গ্রেফতার ২
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৫৪ PM আপডেট: ০৩.০৩.২০২৩ ৩:০৬ PM
ওরসে গিয়ে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের রহিম উদ্দিনের ছেলে মো. রনি মিয়া(৬) । সে কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির ২৮ তারিখ একই ইউনিয়নের দাতমন্ডল গ্রামের ওরসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ওরসে মাইকিং করে। তার পরও শিশুর সন্ধান না পাওয়ায় নাসিরনগর থানায় নিখোঁজ ডায়রি করে শিশুটির পরিবার। এরপর থেকে নিখোঁজ ছিল রনি। এর তিনদিন পর নিহতের বাড়ির পাশেই একটি পুকুর থেকে মিলে নিহতের মরদেহ।এদিকে পরিবারের লোকজন এ হত্যাকাণ্ডের সাথে একই গ্রামের দুই কিশোরের সম্পৃক্ততার কথা তুললে পুলিশ  অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে।পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন তারা। 

গ্রেপ্তারকৃতরা হলো- কুলিকুন্ডা গ্রামের শাহ আলমের ছেলে রিফাত মিয়া (১৩) ও আবুল হোসেনের ছেলে লিটন (১৭)।নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ওরসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। আজকে দুপুরে তার মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শিশু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত