শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
সুস্মিতার গানের মডেল মিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৫৪ PM
সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গেল বছর মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমার সফলতা তাকে জনপ্রিয়তার শীর্ষস্থানে পৌছে দিয়েছে। 

এরই মধ্যে শুটিং করেছেন আরও কয়েকটি সিনেমার। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে শো-স্টপার হিসাবে হেঁটেছেন তিনি। এ শোয়ের মাধ্যমে দীর্ঘদিন পর র‌্যাম্পে হাঁটলেন মিম। 

পাশাপাশি একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননাও পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘শো-স্টপার হিসাবে কোনো অনুষ্ঠানে যখন উপস্থিত থাকি তখন নিঃসন্দেহে বিষয়টা অনেক ভালোলাগার হয়ে ওঠে। 

আবার একই অনুষ্ঠানে যখন পরানের জন্যও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননা পাই তখন বিষয়টি যেন আরও ভালোলাগার হয়ে ওঠে। আগামীতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে দর্শকের সামনে আসতে যাচ্ছি।’ 

এদিকে মিম গতকাল সুস্মিতার একটি গানের মডেল হিসাবে শুটিং সম্পন্ন করেছেন। এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। এছাড়া এরই মধ্যে তিনি শেষ করেছেন সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন জিৎ।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুস্মিতা   মিম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত