মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ভানুয়াতুতে পরপর ২ ভূমিকম্প, ২ ঘূর্ণিঝড়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৫:২০ PM

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে দুটি ভূমিকম্প এবং একটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এছাড়া শুক্রবার আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। এ ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দেশটিতে ৬ দশমিক ৫ এবং ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর এক দিন আগে ঘূর্ণিঝড় জুডি দ্বীপরাষ্ট্রটির ওপর দিয়ে বয়ে গেছে। চার মাত্রার ঝড়ে সারাদেশে ক্ষয়ক্ষতি ও বন্যা হয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা এখন আরেকটি বড় গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার ঘূর্ণিঝড় কেভিন আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানীতে ১৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড়টি আঘাত হানতে পারে।

ভানুয়াতুর প্রধানমন্ত্রী ইসমাইল কালসাকাউ শুক্রবার  বলেছেন, ‘আমরা একটি স্থিতিশীল মানুষ। আমরা এর মধ্য দিয়ে যাব।’

ত্রাণকর্মীরা পরিস্থিতিকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন।

ইউনিসেফের এরিক দুরপায়ার বলেছেন, ‘ভানুয়াতু প্রাকৃতিক দুর্যোগে অভ্যস্ত, কিন্তু আমি মনে করি এই প্রথম দুইটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছে দেশটি।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত