বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
সাজেকে চাঁদের গাড়ি খাদে পড়ে ১ জনের মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৮:৫২ PM
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে পর্যটকবাহী চাঁদের গাড়ি গভীর খাদে পড়ে ফারদিন হাছান বিশাল (৩৫) নামে এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফারদিন হাছান বিশালের বাড়ি ঢাকার শ্যামপুর বলে জানিয়েছে পুলিশ। তিনি ট্যুরিস্ট গাইড বলে জানা গেছে। এতে আরও ৭ পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

খাস্রাং হিল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক প্রদীপ চাকমা বলেন, বিকেলে ৮/১০ জন পর্যটক নিয়ে একটা চাঁদের গাড়ি কংলাক পাহাড়ের দিকে যায়। ফেরার পথে গাড়িটি পাহাড়ি পথে উঠতে না পেরে খাদে পড়ে যায়। এতে একজন মারা গেছেন বলে শুনেছি। আহতদের উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়িটি এখনো খাদেই আছে।

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্টঘনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন হাছান বিশালের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাজেকে   চাঁদের   গাড়ি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত