মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ২১ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫
ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্রিটেনের সঙ্গে চুক্তি বাতিল করল আর্জেন্টিনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৯:০১ PM

ব্রিটেনের সঙ্গে সই হওয়া মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপ সংক্রান্ত সহযোগিতা চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে আর্জেন্টিনা।

বিষয়টি নিয়ে নতুন করে আবার আলোচনার জন্য আর্জেন্টিনা ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে। তবে চুক্তি থেকে সরে যাওয়ার জন্য আর্জেন্টিনার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে লন্ডন।

গতকাল বৃহস্পতিবার আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটেনের সঙ্গে এই দ্বীপ সংক্রান্ত যে চুক্তি রয়েছে তা পুনর্মূল্যায়ন করবে এবং এ সংক্রান্ত আলোচনা শুরু করতে চায় তারা। ব্রিটেনে এটি ফকল্যান্ড দ্বীপ হিসেবে পরিচিত, অন্যদিকে আর্জেন্টিনায় এটি মালভিনাস দ্বীপ হিসেবে পরিচিত। ১৯৮২ সালে দুই দেশের মধ্যে এই দ্বীপ নিয়ে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে অবশ্য আর্জেন্টিনা হেরে যায়।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী স্যান্টিয়াগো ক্যাফিয়ারো এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন। ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-টুয়েন্টি সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভেরলির সঙ্গে আলাপে এই প্রস্তাব দেন। এছাড়া আর্জেন্টিনার সরকার ও ব্রিটেনকে এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘে বৈঠকে বসার আহ্বান জানান।

নয়া দিল্লিতে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী টুইটারে দেয়া পোস্টে দ্বীপ নিয়ে আর্জেন্টিনার নতুন করে আলোচনা শুরুর পরিকল্পনার তীব্র সমালোচনা করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফকল্যান্ড বৃটেনের এবং এর ভবিষ্যৎ এই দ্বীপ।

সূত্র : এএফপি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত