কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করা সময় পঞ্চগড়ে পুলিশ-মুসল্লীদের সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় আহত অবস্থা রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যাওয়া তরুণের নাম আরিফ হোসেন (৩০)।
শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর পৌরসভার কয়েকটি মসজিদ থেকে মুসুল্লীরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। একপর্যায়ে আহাম্মদ নগর এলাকায় কাদিয়ানীদের জলসা অভিমূখে যেতে চাইলে বাধা দেয় পুলিশ।
এ সময় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়। আহত হয় পুলিশসহ দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ। গুরুতর অবস্থায় রংপুরে নেয়ার পথে মারা যান আরিফ নামে একজন। বিক্ষুব্ধরা কাদিয়ানী সম্প্রদায়ের অনুসারীদের দোকান পাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় শতাধিক রাবাব বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।
পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
-বাবু/এ.এস