সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
সোমবার ৪ আগস্ট ২০২৫
কানের পর এবার অস্কারের মঞ্চে দীপিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৯:৪৮ PM

গেল বছর কান চলচ্চিত্র উৎসবের জুরি বিভাগে জায়গা করে নিয়ে নিজ দেশকে গর্বিত করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে থেকে আরও একবার নিজ দেশের মুখ উজ্জল করতে যাচ্ছেন দীপিকা।

একাডেমির তরফে জানানো হয়েছে, অস্কার ২০২৩ এর মঞ্চে রিজ আহমেদ, ডোনি ইয়েন, জোনাথন মেজরস, এমিলি ব্লান্ট, মাইকেল বি জর্ডান প্রমুখদের সাথে উপস্থাপকের তালিকায় নাম রয়েছে দীপিকা পাডুকোনেরও। অভিনেত্রী নিজেও এই খবর সকলের সঙ্গে শেয়ার করেন।

দীপিকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে এই খবর শেয়ার করেছেন। যেখানে তাকে শুভেচ্ছা জানিয়েছে ইন্ডাস্ট্রির বন্ধু থেকে অনুরাগীরা। নেহা ধুপিয়া লিখেছেন, “দীপু তোমাকে দেখার জন্য আর ধৈর্য্য ধরছে না।” দীপিকার বোন কমেন্ট বক্সে লিখেছেন একটাই শব্দ “বুম”।

কমেন্ট বক্সে যখন ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন তখন হাততালি দিয়ে বউয়ের সাফল্যকে কৃতিত্ব জানিয়েছেন রণবীর সিং। আগামি ১২ মার্চ লস অ্যাঞ্জলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

তবে এবছর শুধু দীপিকার সঞ্চালনার জন্যই ভারতীয়দের কাছে অস্কার গুরুত্বপূর্ণ এমন নয়, বেশ কিছু ভারতীয় ছবিও এবছর অস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে অন্যতম ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘আরআরআর’ এর জনপ্রিয় গান ‘নাটু নাটু’।

এর আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে ‘নাটু নাটু’ গানটি সম্মানিত হয়েছিল। অস্কারেও ভারতীয় ছবি হিসাবে ‘আরআরআর’ এর জয় হয় কিনা এখন সেটাই দেখার বিষয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত