বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
জাপানে সাত হাজার দ্বীপের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১১:৫১ PM

জাপানে রেকর্ড পরিমান নতুন দ্বীপের সন্ধান পাওয়া গেছে। এর পরিমান সাত হাজার। সম্প্রতি দেশটি তাদের দ্বীপ পুনর্গণনা করেছে। খবর সিএনএন

দেশটির জিওস্প্যাশিয়াল ইনফরমেশন অথরিটি (জিএসআই) ডিজিটাল ম্যাপিংয়ে সম্প্রতি নিশ্চিত হয়েছে, জাপানের ভূখণ্ডে ১৪ হাজার ১২৫টি দ্বীপ আছে, যা সরকারি হিসাবে দ্বিগুণেরও বেশি, ৭ হাজার ২৭৩টি। ১৯৮৭ সালে জাপান কোস্টগার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে ৬ হাজার ৮৫২টি দ্বীপ আছে। এ সংখ্যাই এত দিন দেশে সরকারিভাবে ব্যবহার করা হয়েছে।

জিএসআই বলছে, দ্বীপগুলো গণনার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক চুক্তি না থাকলেও ৩৫ বছর আগের জরিপের মতো একই মানদণ্ড ব্যবহার করা হয়েছে।

জাপান বলছে, পূর্ব চীন সাগরের জনবসতিহীন সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়েও একটি ঐতিহাসিক দাবি রয়েছে। এটি বর্তমানে জাপানের নিয়ন্ত্রণে। তবে চীন বারবার জাপানের এই দাবিকে চ্যালেঞ্জ করেছে।

এদিকে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে জাপান সাগরে সিউলের ডোকডো ও টোকিওর তাকেশিমা নামে পরিচিত একটি দ্বীপের সার্বভৌমত্ব নিয়ে গত ৭০ বছরেরও বেশি সময় ধরে বিবাদ চলছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দ্বীপ   জাপান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত