রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
কক্সবাজারে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৩:৪৫ PM
কক্সবাজারের চকরিয়া মহাসড়কের হারবাংয়ে লেগুনা ও বিজিবির বাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। এতে আরো তিনজন আহত হয়। এ ঘটনায় নিহতরা হলেন, উত্তর হারবাং আজিজনগর কলাতলী এলাকার মো. হামিদ, একই এলাকার জাহাঙ্গীর আলম, মো. রাসেল ও হারবাং করমুহুরী পাড়ার মোহাম্মদ নজরুল।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে হারবাংয়ের সিটি গেইট জীলানী পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে থানা ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে আটটার দিকে লেগুনা গাড়ি যোগে কাজে যাওয়ার সময় বিজিবির গাড়ির ধাক্কায় তাদের মূত্যু হয়। লেগুনা গাড়িতে ১১ জন যাত্রী ছিল।

হাইওয়ে পুলিশ ও চকরিয়া দমকল বাহিনী ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার   মৃত্যু  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত