ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নববিকাশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০ম শিক্ষাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ মার্চ) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের রুদ্রাক্ষ বাড়ি স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নববিকাশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রানা শামীম রতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলকার নাঈম, নাটঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান, নববিকাশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. সালাহউদ্দিন, নববিকাশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মো. নাজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২০২২ সালের ১৭ ডিসেম্বর ৩২টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম