রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪:০৫ PM
সাভারসহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া বন্ধ না করলে সেই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাহ। 

আজ রোববার দুপুরে সাভারের জালেশ্বর এলাকায় ওয়াই এম সি এ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর ডিভিশন ও সাভার আঞ্চলিক বিপণন বিভাগ এর উদ্যোগে বিভিন্ন পোশাক কারখানার মালিক ও বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিতাসের এই কর্মকর্তা এসময় আরো বলেন, যারা অবৈধ গ্যাস সংযোগ দেয় তারা দেশ ও জাতির শক্র এরা কখনো শক্তিশালী না এদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং আইন করে নিষ্ক্রিয় করতে হব। যেসব এলাকায় এখনো যারা অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে তাদেরকে খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরো বলেন, তিতাস গ্যাস অফিসের কোন কর্মকর্তা কর্মচারী বা ঠিকাদার যদি অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হচ্ছে না সেসব এলাকায় খুব শিগগিরই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের প্রেসার কমে গেছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্যাস   সরবরাহ   বন্ধ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত