মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবজনিত ফিস্টুলা রোগীদের ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
রবিবার দুপুর ১২ ঘটিকা সময়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগিতায় সিলেট বিভাগে ফিস্টুলা নির্মূলকরণ কার্যক্রম-২০৩০ বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত কার্যক্রম বাস্তবায়নে জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) কর্তৃক কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে।
সিআইপিআরবি’র সহযোগিতায় ফিস্টুলা রোগী শনাক্তকরণ, রেফারের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং পূনর্বাসনের আওতাভূক্ত করতে সহায়তা করা হয়। এরই ধারাবাহিকতায় কুমড়াকাপন গ্রামের রোকসানা বেগম এবং দেওছড়া চা বাগানের সাবিত্রী রিকিয়াসনকে সেলাই মেশিন প্রাদান করা হয়।
জেলা সমন্বয়কারী শারমিন পারভিন এর সঞ্চালনায় সভাপতিত্বকরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন সিআইপিআরবি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ আলতাফুর রহমান, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান সহ উপহার গ্রহীতা ও তাদের অভিভাবকবৃন্দ।
-বাবু/এ.এস