নীলফামারীর ডিমলায় কালিগঞ্জ সিরিজতোলা চৌরাস্তা মোড় থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি হলেন, ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত আমেজ প্রামাণিকের ছেলে এমদাদুল হক (২৮)। ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় কালিগঞ্জ সিরিজতোলা চৌরাস্তা মোড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে আমরা উপস্থিত হই।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে, আমরা এমদাদুলকে আটক করতে সক্ষম হই এবং তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আটক আসামিকে রবিবার সকালে নীলফামারী বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়ে।
বাবু/জেএম