ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য সকল প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ই মার্চ) সকাল ১১টায় কবি জসিমউদদীন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার (সকল) কর্তৃক আয়োজিত নির্বাচনী আচরনবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় আরোও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, সহকারী কমিশনার মো. সাজিদ-উল মাহমুদ প্রমুখ।
বাবু/জেএম