রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
গলাচিপায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত
সঞ্জিব দাস, গলাচিপা, (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২:১০ PM আপডেট: ০৭.০৩.২০২৩ ২:৩৪ PM
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে 'ঐতিহাসিক ৭ মার্চ দিবস' উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল  ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, গলাচিপা থানা, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কাজী আব্দুল মোমিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসা. আরজু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক  খালিদ হোসেন মিল্টন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক- শিক্ষিকা, জনপ্রতিনিধি, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, ভাষণ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ৭ মার্চ    গলাচিপা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত