রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
যুদ্ধাহত জীবন এখন হাঁটার স্বপ্ন দেখে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ২:২৮ PM
এক বছরের বেশি সময় ধরে জ্বলছে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসন আর ইউক্রেনীয়দের প্রতিরোধ- সবমিলিয়ে অস্থিরতা দেশটির চারদিকে। এই যুদ্ধের দামও সাধারণ মানুষ ও সেনাদের চুকাতে হচ্ছে নানাভাবে। ঘটনাটা ২০২২ সালের সেপ্টেম্বরের। খেরসনে তখন যুদ্ধ করছিলেন ইউক্রেনের সেনা ইলিয়া পিলিপেঙ্কো। তবে হঠাতই তাকে যুদ্ধক্ষেত্র ছাড়তে হয়। 
আর তার কারণ একটা বিস্ফোরণ। ইলিয়াদের বহনকারী ট্যাংকটি একটি মাইনের ওপর দিয়ে গেলে সেটি বড় ধরনের বিস্ফোরণের মধ্যে পড়ে। যখন ৩০ বছর বয়সী ইলিয়ার চেতনা ফেরে, তখন তিনি দেখতে পান চারিদিকে দাউদাউ আগুন।

ইলিয়ার ভাষায়, ‘কী করা উচিত ভেবে পাচ্ছিলাম না।’ ‘এরপরও আপনাকে কিছু একটা করতে হবে, কারণ আপনি বাঁচতে চান।’ অবশ্য ভাগ্যগুণে ইলিয়া এ যাত্রা বেঁচে যান। তার সহকারীরা তাকে সেই আগুন থেকে উদ্ধার করেন। এরপর তাকে যেতে হয়েছে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে। পোড়া জায়গার চামড়াও প্রতিস্থাপন করতে হয়েছে। আর তার ডান পা বিস্ফোরণে উড়ে গেছে।

ছয় মাস পরও ইলিয়া সেই ভোগান্তি বয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, ‘আমার ভেতরে ‍দুটোই কাজ করছে, একদিকে আমি হতাশ অন্যদিকে আশাবাদী।’ ‘আমার চিকিৎসার কঠিন সময়টা পেছনে ফেলেছি। এবার আমি স্বপ্ন দেখছি যে, দ্রুতই হাঁটতে পারবো।’

তবে এখানেই শেষ দেখছেন না ইলিয়া। তিনি আবারও নতুন করে শুরু করতে চান। লিভিভের হাসপাতালে এমন আরও ২৪৪ জন ইউক্রেনীয় সেনা ও সাধারণ মানুষের চিকিৎসা চলছে। তারা শরীরের ক্ষত নিয়েই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।


বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুদ্ধ   রাশিয়া   ইউক্রেন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত