বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ইউএনও ফাহমিদার অভিযান
কক্সবাজারে গাছ পাচারকালে ডাম্পারসহ আটক ১
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫:০১ PM
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা ও পানেরছড়া বন বিট এলাকায় বনের গাছ কেটে পাচারের প্রতিযোগিতা চলছে৷

প্রায় প্রতি দিনে-রাতে সংঘবদ্ধ গাছ পাচারকারী চক্র বন থেকে গাছ কেটে পাচার করছে অলি আহমদ, মোস্তাক, শাহজাহান, শুক্কুর, নুরুল আবছার, ইসমাইল, আনোয়ার, ছৈয়দ হোসেনের নেতৃত্বে ১৫/১৬ জনের একদল গাছ ব্যবসায়ী প্রাকৃতিক বন ও সামাজিক বনায়নের গাছ কেটে পাচারের সাথে জড়িত।

গতকাল সকালে পানেরছড়া বন বিটের পশ্চিম পানেরছড়া মাছনেরঘোনা এলাকায় প্রাকৃতিক বাগানের গাছ কাটার সময় বাধা দেয় স্থানীয় বন বিট কর্মকর্তা সোহেল রানা। সংঘবদ্ধ গাছ চোর চক্র বিট কর্মকর্তাকে হামলার চেষ্টা চালায়।

এ খবর শুনে বিকেলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার নেতৃত্বে সেখানে অভিযান চালায় বন বিভাগ। অভিযানে গাছ পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও প্রাকৃতিক বাগানের ৫ ডাম্প ট্রাক গাছ জব্দ করা হয়।

স্থানীয় লোকজন জানিয়েছে, পশ্চিম পানেরছড়ার মাছনেরঘোনার মৃত মোহাম্মদ হোছনের পুত্র যথাক্রমে দিদার, জাফর ও বশির এসব গাছ বিক্রি করে। পরে গাছ পাচারকারী চক্রের সদস্য মোস্তাক, অলি আহমদ ও শাহজাহানের নেতৃত্বে এসব গাছ কিনে নিয়ে কেটে পাচার করা হচ্ছিল।

এদিকে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে চেইন্দা বন বিটের তারাবনিয়া বালুঝিরি এলাকা থেকে গাছ কাটার সময় নুর আলম নামের একজনকে আটক করে বনকর্মীরা। নুর আলম (২৮) কক্সবাজারের ঝিলংজার দক্ষিণ মহুরি পাড়ার মৃত কাশেমের পুত্র। তাকে গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চেইন্দা বন বিট কর্মকর্তা ফছিউল আলম শুভ।

তিনি বলেন, ‘গাছ পাচারকারী চক্র সংঘবদ্ধভাবে গাছ কেটে পাচার করছে। গাছ পাচার রোধ ও বনভূমি রক্ষায় টহল জোরদারের পাশাপাশি গাছ চোরদের বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া গত কয়েকদিনে আরও ৮ ডাম্পার গাছ জব্দ করা হয়েছে।’ এর আগে গেল সপ্তাহে পানেরছড়া থেকে ৩ ডাম্প ট্রাক ও চেইন্দা থেকে ৮ ডাম্প ট্রাক গাছ জব্দ করা হয়।

এসব গাছ কাটা ও পাচারের সাথে ছৈয়দ হোসেন, আনোয়ারুল, ইসমাইল, শুক্কুর, দুদুসহ ১০/১২ জনের একটি সিন্ডিকেট জড়িত।

পানেরছড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রতন লাল বলেন, ‘গাছ পাচারকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গাছ জব্দের পাশাপাশি মামলাও দায়ের করা হচ্ছে৷

বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কক্সবাজার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত