সোনাগাজীতে নিজ ঘর থেকে বিপ্লব (৩৬) নামে এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর দুইটার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম সুজাপুর গ্রামের চুনি মাঝি বাড়িতে তার বসত ঘরের শয়ন কক্ষের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, নূরুল হক খোকা মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ কর্মী বিপ্লবের বসত ঘরের শয়ন কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁছানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এসময় তার স্ত্রী সন্তানদের নিয়ে তার শ্বশুর বাড়িতে ছিলেন। সে তিন সন্তানের জনক। তার মা আনোয়ারা বেগম অসুস্থ বোনকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে অবস্থান করছেন। ঘটনার সময় তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিপ্লবের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন।
এ ঘটনায় নিহত বিপ্লবের মামা আবুল হাসেম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাবু/জেএম