ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটা শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া। বিশেষ অতিথি ছিলেন মো. আজিজুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা আনসার-বিডিবি কর্মকর্তা আরাফাত হোসেন, শামীম আলম উপজেলা আইসিটি অফিসার।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কাজি হান্নান খাদেম, সাংবাদিক ফজলে রাব্বি। বক্তারা নারীর সার্বিক ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণের মধ্যে দিয়ে সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
বাবু/জেএম