মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
উন্নত চিকিৎসায় অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৬:১১ PM
স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় ও বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার জেলা সদর হাসপাতালে অত্যাধুনিক প্যাথলজিক্যাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল ৭ মার্চ দুপুর ১২টার দিকে উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান। হাসপাতাল সূত্র জানিয়েছে, নবনির্মিত এ ল্যাবে যুক্ত হয়েছে অত্যাধুনিক সেল কাউন্টার মেশিন, বায়োকেমিস্ট্রি মেশিন, হরমোন এনালাইজার মেশিনসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার প্রায় সব ধরনের যন্ত্রপাতি। এদিকে এ ল্যাব নির্মাণের মধ্য দিয়ে হাসপাতালটির স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, সরকারি এই হাসপাতালের রোগী ছাড়াও বাইরের রোগীরা কম খরচে এ ল্যাবে প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করাতে পারবেন। তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান জানান, পরিষ্কার-পরিছন্নতা ও স্বাস্থ্য সেবাদানের ক্ষেত্রে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের 'এমারজেন্সি মডেলকে অনুসরণ করবে দেশের সকল জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসংক্রান্ত সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করেন।

তিনি আরও জানান, আমি যোগদানের পর থেকে এ  হাসপাতালকে একটি আধুনিক এবং উন্নত চিকিৎসার জন্য উপযুগী করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্বোধনকালে হাসপাতালের আর এমও আশিকুর রহমান, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তারা ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের প্রতিনিধিসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্যাথলজিক্যাল   ল্যাবের   উদ্বোধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত