নীলফামারীর ডোমারে আদালত থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। রফিকুল ইসলাম উপজেলার পূর্ব বোড়াগাড়ী কলেজপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা এএসআই আক্তারুজ্জামান মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে বোড়াগাড়ী এলাকা হতে রফিকুলকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে রফিকুল ইসলাম পলাতক ছিলেন। গত ২২ জানুয়ারি আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাচঁ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাবু/জেএম