‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮মার্চ) সকালে উপজেলা মহিলা দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। পুরুষের পাশাপাশি নারীরা সকল বিভাগে অংশগ্রহণ করছে। বর্তমান সরকার সরকার জেন্ডার বৈষম্য নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
বাবু/জেএম