শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
চলন্ত বিমানের দরজা খোলার চেষ্টা মার্কিন নাগরিকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১১:২১ PM

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টার পর এক কেবিন ক্রুকে ভাঙা চামচ নিয়ে আক্রমণের অভিযোগে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে থেকে বোস্টনগামী একটি অভ্যন্তরীণ বিমানে। খবর এপির।

রোববার (৫ মার্চ) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর থেকে বোস্টনের উদ্দেশ্যে যাত্রা করে একটি অভ্যন্তরীণ ফ্লাইট। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির জরুরি দরজা খোলার একটি বার্তা পৌঁছায় কেবিন ক্রুদের কাছে। খোলা পাওয়া যায় দরজার লকটি।

দরজার কাছে ঘুরতে দেখা যায় ফ্রান্সিসকো সেভেরো টরেস নামের এক মার্কিন নাগরিককে। তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে কেবিনক্রুরা। ঘটনাটি পাইলটদের জানানো হলে বিমানটি জরুরি অবতরণের পরামর্শ দেন ক্রুরা।

বাকবিতণ্ডার একপর্যায়ে একটি স্টিলের চামচ নিয়ে কেবিন ক্রুদের আঘাত করতে যান ৩৩ বছর বয়সী ম্যাসাচুসেটসের অঙ্গরাজ্যের লিওমিনস্টার শহরের ওই বাসিন্দা। তবে সৌভাগ্যক্রমে হতাহত হননি কেউ।

বিমানটি অবতরণের পর গ্রেফতার করা হয় টরেসকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে টরেস বলেন, লাফ দেয়ার উদ্দেশ্যে দুইজন কেবিন ক্রুদের বিমানের দরজা খুলে দিতে বলেছিলেন তিনি। কিন্তু তারা দরজা না খোলায় বাথরুমে গিয়ে একটি স্টিলের চামচ ভেঙে সেটিকে অস্ত্রে পরিণত করেন টরেস।

এদিকে বৃহস্পতিবার (৯ মার্চ) টরেসের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হবে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত