শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
চীনের প্রধানমন্ত্রী পদে লি কিয়াং
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১:১৭ AM
প্রধানমন্ত্রী হিসেবে শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী লি কিয়াংকে মনোনয়ন দিয়েছে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেস (এনপিসি)। চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান কিয়াং বর্তমান প্রধানমন্ত্রী লি কুকিয়াংয়ের জায়গায় বসবেন।

আগামী সোমবার শেষ হতে যাওয়া এনপিসির অধিবেশনেই কুকিয়াং অবসরে যাচ্ছেন। তিনি দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
প্রেসিডেন্ট শি জিনপিং যখন চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশ কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন, তখন ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত লি কিয়াং তার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

গতকাল শুক্রবার চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন শি জিনপিং। গত বছর অক্টোবরে দেশটির ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান হন শি। তখন তিনি আরও পাঁচ বছরের জন্য দলের সাধারণ সম্পাদকের পদ পান।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চীন    প্রধানমন্ত্রী    লি কিয়াং  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত