মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে মানববন্ধন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১:৪৭ PM আপডেট: ১২.০৩.২০২৩ ৩:১৩ PM
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সংসদে সংরক্ষিত ৬০টি আসন প্রতিষ্ঠার দাবিতে আজ শনিবার সকাল ১১টায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট উলিপুর শাখা। 

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শাখার সভাপতি বাবু আশীষ নারায়ণ সরকার, উপদেষ্টা ও গোবিন্দ জীউ সংস্কৃত মহাবিদ্যালয়ের ৪র্থ তীর্থ অধ্যক্ষ শ্রী জীতেন্দ্র নাথ রায়, বিপ্লব মজুমদার পুরোহীত, সুনীল চক্রবর্তী পুরোহীত, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার বর্মন, উলিপুর মতিন কারিগরি ও কৃষি কলেজের শিক্ষক চন্দন কুমার সরকার, রাম কৃষ্ণ চক্রবর্তী, উদয় চন্দ্র বর্মন, সদস্য শ্রী গোবিন্দ ঘোষ, বাদল রায়, সৌরভ সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের গুনাইগাছ ইউনিয়নের আহ্বায়ক ও পল্লী চিকিৎসক মনোরঞ্জন মহন্ত। বক্তরা তাদের বক্তব্যে ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি গোষ্ঠীর দ্বারা বিভিন্ন সময় নির্যাতনের কথা তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের প্রতি সংরক্ষিত ৬০টি আসনের দাবি জানান। এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বাবু/এ আর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আসন   মানববন্ধন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত