শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
নবীনগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৮:২৬ PM আপডেট: ১১.০৩.২০২৩ ৯:৫২ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভিটিবিষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। এছাড়াও স্থানীয় আরো বহু গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে ক্রোড়পত্র প্রদান করেন ভিটিবিষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ। এসময় শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে বিচারকমন্ডলীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় সকলে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ভিটিবিষাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই ঐতিহ্য ধরে রাখতে তারা সকল শিক্ষার্থীদের ভালো ফলাফল করার লক্ষ্য বেশি বেশি লেখাপড়ার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান। এসময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা আরও বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা করলে শরীর ও মন যেমন ভালো থাকে তেমনি শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানান তারা। পরে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত