শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা
আজ গফরগাঁও থেকে এমপি বাবেলের নেতৃত্বে ৫০হাজার লোকের যাত্রা
মাজাহারুল ইসলাম রাজু, ময়মনসিংহ গফরগাঁও
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৮:৩৪ PM আপডেট: ১১.০৩.২০২৩ ৮:৩৭ PM

ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়কে এখন ব্যানার, ফেস্টুন আর ডিজিটাল ডিসপ্লেতে রঙিন করে তুলেছে ময়মনসিংহ শহর। এর সবকিছুতে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বার্তা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ।

দীর্ঘ চার বছর পর শনিবার দুপুরে সফরে এই নগরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তিনি এখানে শতাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলীয় সভাপতি। ১৪ থেকে ১৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে স্মরণকালের বৃহৎ জনসভা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। সার্কিট হাউজ অভিমুখে আ. লীগ নেতা-কর্মীদের মিছিলের সারি।

গফরগাঁও আওয়ামিলীগের সভাপতি ও ১০ আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে কমপক্ষে ৫০ হাজার লোকের জমায়েত নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে সার্কিট হাউজ অভিমুখে দলের নেতা-কর্মীদের মিছিল গতকাল থেকে ৭টি ট্রেন,শতাধিক পিকআপ,ট্রাক নিয়ে যাত্রা অব্যাহত আছে । তাদের সবার মুখে স্লোগান। হাতে বর্ণিল ব্যানার, ফেস্টুন। প্রায় ৪ বছর পর আজ শনিবার সার্কিট হাউজ মাঠের এই জনসভায় বিকেল ৩টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মাঠে গিয়ে দেখা যায়,  তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ।এই জনসভাকে ঘিরে গত এক মাস ধরে প্রচার চলছে। গফরগাঁওয়ের ১৫ ইউনিয়ন ও পৌরসভার  অলিগলি,  সড়কের মোড়ে মোড়ে  পোস্টার, ব্যানার নিয়ে সমাবেশ পথ সভা অব্যাহত ছিলো।

জনসভা মাঠ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে শত শত মাইক। এছাড়া মাঠে থাকবে ৫০ পেয়ার সাউন্ড সিস্টেম। পাশাপাশি বিভিন্ন জায়গায় বসানো বড় পর্দায় সভার কার্যক্রম সরাসরি দেখানো হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো ময়মনসিংহ ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত