জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ শ্রেষ্ঠ এসএমসি সভাপতির পদক পেলেন শ্রীমঙ্গলের ডা. হরিপদ রায়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি প্রাথমিক শিক্ষাপদক ২০১৯-এ ভূষিত হন। এর আগে তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হন।
আজ রবিবার ঢাকায় জাতীয় শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির কাছ থেকে তিনি শিক্ষা পদক গ্রহণ করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।
ডা. হরিপদ রায় ১৯৫৬ সালে হবিগঞ্জের বাহুবলে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ১৯৮৩ সালে রাঙামাটি জেলার মহালছড়ি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন তিনি। সর্বশেষ তিনি ২০১৫ সালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে থাকাকালীন অবসরগ্রহণ করেন। এরপরই তিনি শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে যোগ দেন।
১৯৮৫ সালে তিনি প্রীতি রায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি দুই কন্যা সন্তানের জনক। এরমধ্যে একজন ডাক্তার ও অন্যজন ডেন্টাল কলেজে অধ্যয়নরত। তার একজন নাতনি রয়েছে।
বাবু/জেএম