বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল সপ্তম স্থানে। এদিন সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৮ নিয়ে রাজধানীর বাতাসের গড় মান ছিল ‘অস্বাস্থ্যকর’।
তবে তালিকায় ঢাকার স্কোর ১৫৮ হলেও ওই সময় রাজধানীর আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার বায়ুদূষণের মাত্রা ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। একিউআই’র ওয়েবসাইটে সে সময় ওই এলাকার স্কোর দেখা যায় ২২৭, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একই সময়ে রাজধানীর মার্কিন দূতাবাস এলাকার বাতাস ছিল সর্বোচ্চ অস্বাস্থ্যকর, স্কোর ছিল ১৯৫।
এছাড়াও একিউআই’র ওয়েবসাইট অনুযায়ী, গোটা রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ হলেও এর মধ্যে স্কোরের তালিকায় এগিয়ে ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুকাররম ভবনের আশেপাশের এলাকার স্কোর ছিল ১৬০, গুলশানের বে ইজওয়াটার আউটডোর এলাকা, সকাল ৮টায় ওই এলাকার স্কোর ছিল ১৫৫।
বাবু/এ আর