বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
বগুড়ায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১:৪৫ AM আপডেট: ১৩.০৩.২০২৩ ২:৪৭ PM

বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছে। আরো তিন জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া গ্রামের আবু তালেবের ছেলে সিএনজি চালক হেফজুল ইসলাম (৪৫), নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজুল রহমান (২২) ও ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম হতে যাত্রীবাহি সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। এছাড়া আরো তিন জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংঘর্ষ   বগুড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত