‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’, এই স্লোগান সামনে রেখে সাভারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ভরারী বটতলায় এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ মার্চ) বিকেলে ৪টায় উপজেলার ৪নং ওয়ার্ড এলাকায় পুলিশিংয়ের সচেতনতামূলক আলোচনা সভায় চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারী,উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ূব মেম্বার, শাহ আলমসহ তেঁতুলঝোড়া ইউনিয়নের এলাকাবাসী, রাজনৈতিক কর্মীসহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাভার থানার কর্মরত অসংখ্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম