বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় ল্যাপটপ বিতরণ
সাইফুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৭:০৫ PM আপডেট: ১৩.০৩.২০২৩ ৭:০৯ PM

"মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সভা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে ১৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার আশীষ বোসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বদি। 

এই সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার আলমসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। 

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে। 

প্রধান অতিথি সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বদি বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় দেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত। তাছাড়া শিক্ষার্থীদের উপকারের জন্য ল্যাপটপ প্রদান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিদ্যালয় ভবন করার মত কোন জায়গা থাকলে ওনাকে জানালে ওনি ভবন করে দিবেন বলে আশ্বাস দেন।

পরিশেষে মাল্টিমিডিয়া ক্লাস করার সুবিধার্থে কচুবনিয়া এমপি বদি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌধুরী পাড়া হাজ্বী ইসলাম শাহজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়, হ্নীলা সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বাবু/ এনবি 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ল্যাপটপ   বিতরণ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত