রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী খালাস
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৭:৩৯ PM

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় বাদশা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ৪২ বছর বয়সী মো.বাদশা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গার ঝাটু মন্ডলের টোলা গ্রামের মো. সাজ্জাদ আলীর ছেলে।

এপিপি জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদশার বসতবাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় বাদশা পালিয়ে গেলেও তার মা সাগরী বেগম ও স্ত্রী রোজিনা বেগমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিতে পুঁতে রাখা বালতি থেকে আরও ৯৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক মো. রায়হান আহমেদ খান বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ২০১৯ সালের ২৮ নভেম্বর বাদশা ও তার স্ত্রী রোজিনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান আইনজীবী।

বাদশাকে যাবজ্জীবন ছাড়াও ১০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ছয় মাসের কারাবাসের আদেশ দিয়েছে আদালত। মামলার অপর আসামি বাদশার স্ত্রী রোজিনা বেগম বেকসুর খালাস পেয়েছেন।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যাবজ্জীবন   কারাদণ্ড   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত