রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে এ খবর জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আজ রাত ১০ টা ১০ মিনিটে তেজগাঁওয়ের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট। আগুন অনেক টিন শেডের ঘর পুড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।
আগুনে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিক কোন তথ্য দিতে পারেননি তিনি।
বাবু/মম